রাজশাহী ওয়ারিয়র্সেই খেলবেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ২২ গজ মাতাবেন নাজমুল হোসেন শান্ত। একইসঙ্গে তার কাঁধেই অধিনায়কত্বের গুরুদায়িত্বও তুলে দেওয়া হবে। এর আগে আরও এক চমক নিয়ে হাজির হলো ফ্র্যাঞ্চাইজিটি।
জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম এবার রাজশাহীর হয়ে মাঠ মাতাবেন, এমনটা আগেই জানিয়েছিল দ্য ডেইলি ক্যাম্পাস। এবার আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
রবিবার (৯ নভেম্বর) এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অবশ্য তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিটিকে ১ কোটি ২ লাখ টাকা খরচ করতে হয়েছে।
দলটির প্রধান কোচ হান্নান সরকার জানিয়েছেন, 'রাজশাহী দলে আমাদের প্রথম ডিরেক্ট সাইনিং- তানজিদ তামিম। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হলাম আজই। সামনে নিশ্চিতভাবেই আরও অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে।'
এদিকে প্রাথমিক যাচাই-বাছাই এবং আর্থিক স্বচ্ছতার পর আগামী পাঁচ মৌসুমের জন্য দলটির মালিকানা পায় নাবিল গ্রুপ। আশা করা হয়েছিল, ঘরোয়া এই টুর্নামেন্টে রাজশাহী স্টার্স হিসেবে খেলবে তারা। তবে শেষমেশ রাজশাহী ওয়ারিয়র্স রাখা হয় নাম। আর মালিকানা পাওয়ার পরই নতুন কোচ নিয়োগ দেওয়া হয়; দলটির প্রধান কোচ হিসেবে হান্নান সরকারকে দেখা যাবে।
অন্যদিকে ইতোমধ্যেই কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় আছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে চুক্তিও প্রায় চূড়ান্ত। এছাড়া এক লঙ্কান ক্রিকেটারের সঙ্গেও কথা চলছে। হান্নানের সঙ্গে কোচিং স্টাফে আরও কিছু দেশি কোচকে দেখা যেতে পারে।
আগামী ১৭ নভেম্বর হতে পারে এবারের বিপিএলের ড্রাফট। যদিও ইতিমধ্যেই নিজেদের দল প্রস্তুত করতে কাজ শুরু করেছে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো।