০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫২

চট্টগ্রাম রয়েলসের বড় চমক ‘দুই স্পিনার’

তানভীর ও শেখ মেহেদী  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য দল সাজানো শুরু করেছে সব ফ্র্যাঞ্চাইজিই। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তিও শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক খেলোয়াড় দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্স। এবার সেই তালিকায় নাম লেখাল চট্টগ্রাম রয়েলস।

দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে দলটি। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির একজন কর্মকর্তা। এ ছাড়া একজন দেশি ব্যাটিং কোচ চূড়ান্ত করার পাশাপাশি প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা করছে চট্টগ্রাম রয়েলস।

অন্যদিকে, রংপুর রাইডার্সও কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। প্রধান কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার এবং সিলেট টাইটান্সের প্রধান কোচ সোহেল ইসলাম, তবে ঢাকা ক্যাপিটালস এখনও প্রধান কোচ চূড়ান্ত করেনি।