সিলেট টাইটান্সের কোচিং প্যানেলে চমক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে সিলেট টাইটান্সকে নতুন রঙে দেখা যাবে। খুলনা টাইগার্সের হয়ে গত আসরে খেলা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ এবার সিলেটের জার্সিতে খেলবেন। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে এই দুই তারকাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।
দলটির কোচিং প্যানেলেও থাকছে একাধিক চমক। বিপিএলে এবারই প্রথমবারের মতো ইমরুল কায়েসকে কোচিং ভূমিকায় দেখা যাবে। সূত্র জানায়, সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বোলিং কোচের পদে বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলের সঙ্গে আলোচনা চলছে, গত আসরে সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচ ছিলেন তিনি।
ফিল্ডিং কোচ হিসেবে কেমসলে রব-এর নামও বিবেচনায়। যদিও এখন পর্যন্ত কোচদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের খেলোয়াড় ড্রাফট। তবে ড্রাফটের আগে সরাসরি চুক্তির মাধ্যমে মিরাজ ও নাসুমকে নিয়ে নিজেদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ গঠন করেছে সিলেট। দলের অধিনায়ক হিসেবেও মিরাজের নাম আলোচনায়। গত আসরে খুলনার হয়ে তিনি ব্যাট হাতে করেছিলেন ৩৩৫ রান ও বল হাতে নিয়েছিলেন ১৩ উইকেট, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নিয়মিত হতে পারছেন না মিরাজ, তবে নাসুম আহমেদ আছেন দলের স্থায়ী সদস্য হিসেবে। খুলনার হয়ে গত মৌসুমে তিনিও ১৩ উইকেট নিয়েছিলেন।