০৪ নভেম্বর ২০২৫, ১৯:৩২

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ দল  © সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

ঘোষিত এই দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান বাদ পড়েছেন।

আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে লাল-সবুজেরা। এরপর ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। অবশ্য, এর আগে ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশরা।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামলে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়বেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। মুশির শততম টেস্ট উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।