০৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

৩ ভেন্যুতেই বিপিএল, ঢাকায় কমতে পারে ম্যাচ

বিপিএল ট্রফি   © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর ঘিরে প্রস্তুতি বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হওয়ার পর নতুন কমিটির অধীনে বিপিএলের দায়িত্ব নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে সদস্য সচিব হিসেবে ইফতেখার রহমান মিঠু দায়িত্ব পালন করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি ইতিমধ্যেই বিপিএল আয়োজনের দায়িত্ব নিয়েছে। চলতি মৌসুমসহ পরবর্তী তিনটি আসর আয়োজন করবে তারা। এবারের আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে, এটা একরকম প্রায় নিশ্চিত।

তবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স থাকছে না এবারের টুর্নামেন্টে। নতুনভাবে রাজশাহী থেকে দল যোগ হতে পারে, সম্ভাব্য নাম ‘রাজশাহী স্টার’। সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল—এই দলগুলোতেও নতুন মালিকানা দেখা যেতে পারে।

এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, এবারের আসরে বেশিরভাগ ম্যাচই ঢাকার বাইরের দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে শুরু ও শেষের কিছু ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে ঢাকায় এবার ম্যাচের সংখ্যা কমতে পারে।

সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মূল টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা।