০২ নভেম্বর ২০২৫, ১৯:৫৪

তামিমকে দলে চায় বরিশালের মালিকানা চাওয়া ‘নতুন ফ্র্যাঞ্চাইজি’

তামিম ইকবাল   © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয় ঢাকা গ্লাডিয়েটর্স। পরে অবশ্য, সমর্থকদের আশা ভরসা হয়ে উঠে ঢাকা ডায়নামাইটস। তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় রংপুর রাইডার্স। তারকা বিদেশি ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মাঠের পারফরম্যান্সে বিশাল একটা সমর্থকগোষ্ঠী তৈরি করে দলটি।

শেষ দুই আসরে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ তারকা নিয়ে চ্যাম্পিয়ন হলেও আগামী ৫ বছরে বিপিএলে খেলবে না ফরচুন বরিশাল। তবে দলটির মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে আকাশবাড়ি হলিডেজ। বরিশাল ফ্র্যাঞ্চাইজি কেন নিতে আগ্রহী, সেটারও ব্যাখ্যা দিয়েছেন কামাল তালুকদার।

প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজারের ভাষ্য, ‘আমাদের ভাবির গ্রামের বাড়িও বরিশাল। আমাদের একজন পার্টনার আছে সেও বরিশাল চাচ্ছে। আমরাও চাচ্ছি তাদের যে ফ্যানবেজ আছে এবং ক্রিকেটের প্রতি তাদের যে একটা সফট কর্নার কাজ করে আমরা চাচ্ছি ওই সুযোগটা নিতে।’

ফরচুন বরিশাল বিদেশি তারকা ও জাতীয় দলের ক্রিকেটারদের খেলার কারণে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহী প্রতিষ্ঠানও আশ্বাস দিচ্ছে, মালিকানা পেলে বরিশালের মতো তারাও শক্তিশালী দল গঠন করবে।

কামাল বলেন, ‘সম্মান রেখে বলছি মিজান ভাইয়ের ফরচুন বরিশাল যখন ছিল উনি খুব ভালো ...করেছেন। একটা সুনাম ছিল। আমরা যদি বিসিবি থেকে দলটা পাই, বিপিএলে অংশগ্রহণ করতে পারি তাহলে আপনাদের সাক্ষী রেখে বলছি ফরচুন বরিশাল যেই জায়গায় ছিল, যেই ট্রেন্ডে ছিল কিংবা মাপকাঠিতে ছিল আমাদের দলটাও ফরচুন বরিশালের চেয়ে কম হবে না ইনশাআল্লাহ।’

ক্রিকেটার ও কোচিং স্টাফে চমকও দেখাতে চায় দলটি। কামালের ভাষ্যমতে, ‘যদি আমরা দলটা পাই, ইনশাল্লাহ চমক দেখবেন। কোচ, খেলোয়াড়েরর মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি খেলোয়াড়ের মাধ্যমে একটা সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাব। আপনি বিদেশি খেলোয়াড়ও ভালো পাবেন। পাকিস্তান থেকে কীভাবে তারকা আনতে হয়, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজও আছে।আমরা ভালো খেলোয়াড়ই আপনাদের নিশ্চিত করব। অন্তত আমাদের দলে।’

ফরচুন বরিশালে দুই আসরে খেলেছেন তামিম এবং দু'বারই চ্যাম্পিয়ন হয়েছেন, পাশাপাশি ২০২৩ আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। জানা গেছে, নতুন মালিকরা তামিমের সঙ্গে যোগাযোগ করবেন এবং তিনি রাজি থাকলে তাকে দলেও নেয়ার ইচ্ছা রয়েছে।

কামাল বলেন, ‘আপনি যেটা বললেন তামিম ইকবালের কথা। উনি হচ্ছেন বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। হ্যাঁ, অবশ্যই আমরা তামিম ভাইকে নক করব। উনার যদি সম্মতি থাকে খেলার জন্য অবশ্যই আমরা উনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব।’