০২ নভেম্বর ২০২৫, ১৫:৫৭

বৃষ্টির কবলে নারী বিশ্বকাপের ফাইনাল

বৃষ্টিতে বন্ধ খেলা  © সংগৃহীত

নবি মুম্বাইয়ে গ্রুপ পর্বে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনালেও বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রাকৃতিক এই নিয়ামক। একই মাঠে আজ (২ নভেম্বর) নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা। তবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে আগে থেকেই চোখ রাঙাচ্ছিল মুম্বাইয়ের আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নিয়ে চিন্তিত ছিল দল দুটি।

অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হওয়ার কথা ছিল, কিন্তু বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। এমনকি ম্যাচের নির্ধারিত সময়ে পেরিয়েও টস হয়নি। দুপুর থেকেই বৃষ্টি ঝরছে। এতে আজ বল মাঠে গড়ানো নিয়েও শঙ্কা জেগেছে। 

স্টেডিয়ামের উইকেট, আউটফিল্ড-সবকিছুই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিকেল চারটা নাগাদও বৃষ্টি কমেনি। ক্রিকইনফোর রিপোর্টে বলা হয়েছে, মুষলধারে বৃষ্টি এখনও চলমান। এ অবস্থায় ম্যাচ নিয়েই শঙ্কায় সবাই।

অবশ্য, ফাইনালের জন্য আগামী সোমবার (৩ নভেম্বর) রিজার্ভ ডে রেখেছে আইসিসি। আজ কোনো কারণে খেলা মাঠে না গড়ালে সোমবার শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামতে পারে দল দুটি।