০১ নভেম্বর ২০২৫, ১৮:৫২

২ দিনের মধ্যে ট্রফি না পেলে কঠিন পদক্ষেপ নেবে ভারত

ট্রফি ছাড়াই উল্লাস ভারতীয় ক্রিকেটারদের   © সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা নামলেও ট্রফি নিয়ে টানাপোড়েন যেন শেষ হচ্ছেই না। পাকিস্তানকে হারিয়ে মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জিতলেও এখনও ট্রফি বুঝে পায়নি ভারত। দুবাইয়ে আইসিসি দপ্তরে রাখা আছে সেই ট্রফি। ভারত কয়েকবার ট্রফি বিসিসিআইয়ের দপ্তরে পাঠিয়ে দেওয়ার দাবিও জানায়।

ট্রফি চেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে ইমেইল করেছিল ম্যান ইন ব্লুরা। অবশ্য কথা ছিল, এশিয়া কাপের জয়ী দলকে নিজ হাতে ট্রফি তুলে দেবেন নাকভি। কিন্তু তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় টিম ইন্ডিয়া। অন্যদিকে নাকভিও নিজের সিদ্ধান্তেই অনড় আছেন। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। সবমিলিয়ে এখন পর্যন্ত ট্রফি নিয়ে নাটকের সুরাহা হয়নি। এবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া আশা করছেন, আগামী এক-দুই দিনের মধ্যে ট্রফি পেয়ে যাবে তারা।

শুক্রবার সংবাদ সংস্থাকে সাইকিয়া বলেছেন, 'এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি। এটা নিয়ে আমরা অখুশি। আমরা এটা নিয়ে বারবার বলেছি। ১০ দিন আগে চিঠি পাঠানো হয়েছে এসিসি চেয়ারম্যানকে। তার পরেও বিষয়টা সমাধান হয়নি। এখনও এসিসি নিজেদের হেফাজতে ট্রফি রেখে দিয়েছে। আশা করি দুই-এক দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের কার্যালয়ে ট্রফি চলে আসবে।'

সাইকিয়া এ-ও হুঁশিয়ারি দিয়েছেন, নাকভি অবস্থান না বদলান তাহলে পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ নেবে ভারত। এমনকি আগামী ৪ নভেম্বর আইসিসির বৈঠকে বিষয়টি জানানোও হতে পারে।

বিসিসিআই সচিব বলেন, 'বিষয়টা কী ভাবে সামলানো হবে সে ব্যাপারে আমরা পুরোপুরি তৈরি। ভারতবাসীকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই। কবে আসবে সেটা বলতে পারব না তবে কোনো এক দিন সেটা আসবেই। আমরা পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি। ট্রফি জিতেছি। সব হিসাব রয়েছে। শুধু ট্রফিটাই মিলছে না। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।'