০১ নভেম্বর ২০২৫, ১৬:৪২

বাবর আজমের বিশ্বরেকর্ড

বাবর আজম   © সংগৃহীত

প্রায় এক বছর পর টি–টোয়েন্টিতে ফেরার ম্যাচেই বাবর আজমের সামনে এক অনন্য সুযোগ ছিল, মাত্র ৯ রান করলেই ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে যেতেন, বসতেন আন্তর্জাতিক টি–টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহকের সিংহাসনে। কিন্তু ভাগ্যের খাতায় যেন লেখা ছিল অন্য কিছু। সেদিন দুই বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

এবার লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই আক্ষেপ মিটিয়েছেন বাবর। যদিও দক্ষিণ আফ্রিকা মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ায় বাবরের রেকর্ড নিজের চোখে দেখা হবে কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন ক্রীড়াপ্রেমীরা।

এই শঙ্কার আরও একটি কারণ, খুব দ্রুত লক্ষ্য তাড়া করছিলেন দ্য গ্রিন ম্যানদের দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব। তবে দলীয় ৫৪ রানে এসে এই জুটি ভাঙলে ক্রিজে আসেন বাবর। আর সাহিবজাদা ফারহান আউট হতেই উল্লাসে ফেটে পড়ে লাহোরের দর্শকরা।

মনে হচ্ছিল, প্রতিপক্ষ শিবিরের কেউ আউট হয়েছেন। কিন্তু না, এর অর্থ ফারহানের বিদায়ে বাবরের মাঠে নামার সুযোগ তৈরি হওয়া। মাঠে নেমেই বাউন্ডারি মেরে লাহোরের দর্শকদের মাতিয়ে তুলেন তারকা এই ব্যাটার। এরপর ১১ বলে ৯ রান করেই রোহিতকে ছাড়িয়ে যান তিনি।

এ সময়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামও শ্রদ্ধা জানায় তাকে। শেষ পর্যন্ত ১১ রানে অপরাজিত থাকেন বাবর আজম। অন্যপ্রান্তে ৩৮ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস সাইম আইয়ুব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৩ ইনিংসে বাবরের রান এখন ৪ হাজার ২৩৪। ভারতের রোহিত শর্মার সংগ্রহ ১৫১ ইনিংসে ৪ হাজার ২৩১ রান। ইতোমধ্যেই এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই ওপেনার। তৃতীয়স্থানে থাকা বিরাট কোহলিও এই ফরম্যাটকে বিদায় বলেছেন। ১১৭ ইনিংসে কোহলির রান ৪ হাজার ১৮৮।