০১ নভেম্বর ২০২৫, ১৬:১৪
পর্যবেক্ষণে স্ট্রেচারে করে মাঠ ছাড়া সোহান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটির একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। এদিন ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান তিনি। জানা গেছে, এই চোটে উইকেটকিপার এই ব্যাটারকে বেশকিছু দিন মাঠের বাইরে থাকতে হবে।
এদিকে চোট পাওয়ার পর রাতেই চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে সোহানের পায়ের সেই গোড়ালির এক্স-রে করানো হয়। রিপোর্টে কিছুটা ইতিবাচক বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।
মেডিকেল বিভাগ সূত্র জানিয়েছে, এক্স-রে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আজ ঢাকায় আবারও নতুন করে পরীক্ষা করানো হবে।
জানা গেছে, ফ্র্যাকচার না হলেও সোহানের চোট অনেকটাই গুরুতর। ফলে, লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।