২৯ অক্টোবর ২০২৫, ১৯:৫২

দেড় শর আগেই ওয়েস্ট ইন্ডিজকে থামাল বাংলাদেশ

উইকেট নেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপন  © সংগৃহীত

আগের ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, জবাবে ১৬ রানে হেরে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচেই ভিন্ন চিত্র, দারুণ শুরু পেলেও ওয়েস্ট ইন্ডিজকে বড় স্কোর করতে দেয়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে দেড় শর আগেই ক্যারিবিয়ানদের থামিয়েছে স্বাগতিকরা।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। শুরুতে ব্রেন্ডন কিংকে (১) তুলে নেন তাসকিন আহমেদ।

শামীম হোসেনের বল ড্রাইভ করে ডিপ এক্সট্রা কাভারে ঠেলে এক রান নিয়ে ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন শাই হোপ। অবশ্য পরের ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন নাসুম আহমেদ। তার ঘূর্ণিতে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন আথানেজ, ৩৩ বলে ৫২ রান করে বিদায় নেন। 

পরের বলেই নাসুম বোল্ড করে শেরফানে রাদারফোর্ডকে ফেরান। এতে মাত্র দুই বলের ব্যবধানে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

একপ্রান্ত ধরে লড়াই করছিলেন শাই হোপ, তবে হাফ সেঞ্চুরির পর তাকে আর সেট হতে দেননি মোস্তাফিজ। ব্যাকওয়ার্ড পয়েন্টে শামীম হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ৫৫ রান করে ফেরেন ক্যারিবীয় অধিনায়ক।

এরপর রভম্যান পাওয়েলও বেশিক্ষণ টিকতে পারেননি। রিশাদ হোসেনের ঘূর্ণিতে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পাওয়েল ফেরেন ৯ বলে ৩ রান করে। মাত্র দুই বল পরই ফের আঘাত হানেন রিশাদ, তাওহীদ হৃদয়ের হাতে ৪ বলে ৪ রান করা ক্যাচ দেন জেসন হোল্ডার।

ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম বলেই সাফল্য পান মোস্তাফিজ। তার শর্ট বলটি ডিপ পয়েন্টে পাঠিয়ে জাকের আলীর হাতে ক্যাচ দেন রোমারিও শেফার্ড, ফেরেন ১৬ বলে ১৩ রান করে।

পরের বলেই বোল্ড করে খারি পিয়েরকে ফেরান দ্য ফিজ। অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষমেশ লড়াইয়ের পুঁজি পেয়েছে সফরকারীরা।