২৯ অক্টোবর ২০২৫, ১৭:০৬

ব্যাটিং ভরাডুবি ভুলে জয়ের প্রত্যাশায় টাইগাররা, সিরিজে ঠিকে থাকতে পারবে কি

সিরিজ ঠিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের  © ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সিরিজে টিকে থাকতে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। ফেলে আসা ম্যাচের হতাশা ভুলে নতুন লড়াইয়ে নামতে হচ্ছে সাইফ-লিটনদের। সিরিজ বাঁচাতে হলে আজ করতে হবে সেই কাজটিই, যা প্রথম ম্যাচে পারেননি তাঁরা।

আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচটি। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।

চট্টগ্রামের চেনা কন্ডিশন, দর্শকভর্তি গ্যালারি—সব সুবিধা নিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতাই হারের মূল কারণ। প্রথম ৫৭ রানে হারায় ৫ উইকেট, অথচ শেষ ৫ উইকেটে আসে ৯২ রান। উইকেট ব্যাটিং সহায়কই ছিল; কিন্তু মূল ব্যাটাররা কেউই ক্রিজে থিতু হতে পারেননি।

তানজিম হাসান সাকিব ম্যাচ শেষে বলেন, “যদি একজন ব্যাটার ক্রিজে টিকে থাকত, আমরা হারতাম না।” তাঁর এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের কোনো মূল ব্যাটার যদি আরও কিছুক্ষণ টিকে থাকত, আমরা চাপে পড়ে যেতাম। শেষ দিকে শিশির পড়েছিল, কিন্তু আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে বলেই ম্যাচ জিতেছি।”

প্রথম ম্যাচে পরে ব্যাট করেও শিশিরের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। তাই আজ টস জিতলে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে রয়েছে আবহাওয়ার শঙ্কা। রাতে খেলার শেষ দিকে ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবু বাংলাদেশ দল চায় একটিই জিনিস—উজ্জ্বল, নিরবচ্ছিন্ন একটি দিন এবং জয়ের হাসি।

টি-টোয়েন্টির ছোট ফরম্যাটে বাংলাদেশ এখন বেশ ধারাবাহিক। টানা চারটি সিরিজে জয়—শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে। তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয় প্রত্যাশিত ছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ছন্দপতন ঘটে। আজ জয়ের মধ্য বাংলাদেশে যেমন ফিরতে পারে সিরিজে, তেমনই সিরিজই জেতার সম্ভাবনাও গড়তে পারে।