২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৫

বৃষ্টিতে রক্ষা পেল বাংলাদেশ

বাংলাদেশ-ভারত  © সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিশ্চিত পরাজয় থেকে বৃষ্টির কারণে রক্ষা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা থেকে ম্যাচটি শুরু হলেও শেষ পর্যন্ত তা বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

আজ কয়েক দফা বৃষ্টিতে ম্যাচটি প্রথমে ৪৩ ও পরে ২৭ ওভারে নামিয়ে আনা হয়। তবে ম্যাচের দৈর্ঘ্য যাই হোক, ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া দলটি ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার, আর সোবহানা মোস্তারি করেন ২৬। রিতু মনি মারেন ইনিংসের একমাত্র ছক্কা। ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব নেন ৩ উইকেট।

ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। জবাবে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও আমানজোত কৌর উড়ন্ত সূচনা এনে দেন। ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার সময় আবার মুষলধারে বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই ম্যাচ হারলে আট দলের বিশ্বকাপে পয়েন্ট তালিকার তলানিতে থাকত বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া জয়ে ২ পয়েন্ট এবং ভারতের বিপক্ষে বৃষ্টির সৌভাগ্যে পাওয়া ১ পয়েন্টে নিগার সুলতানার দল টুর্নামেন্ট শেষ করেছে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। পাকিস্তানেরও সমান ৩ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ তাদের এক ধাপ ওপরে অবস্থান করেছে।