টেস্ট অধিনায়কত্বের প্রস্তাবে ‘গ্রিন’ সিগন্যাল লিটনের!
তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস। তবে কেবল টি-টোয়েন্টি দলেই পূর্ণ মেয়াদে দায়িত্ব পেয়েছেন, আর এই ফরম্যাটেই তার নেতৃত্বে দারুণ সাফল্য দেখায় বাংলাদেশ। তার অধীনে দল পরপর ৪টি সিরিজ জিতেছে টাইগাররা, পাশাপাশি সাম্প্রতিক এশিয়া কাপে ফাইনালের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। সবমিলিয়ে বলা যায়, টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্বে স্থিতিশীল পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ।
এদিকে গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর থেকে নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করেছে বিসিবি। আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। বর্তমানে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে। এক্ষেত্রে নিয়মিত টেস্ট দলে থাকা লিটনের নামই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লিটন নিজেও বলছেন, টেস্টের দায়িত্বে প্রস্তুত তিনি।
দায়িত্ব পাওয়া প্রসঙ্গে লিটন বললেন, ‘(এ বিষয়ে বলা) খুব কঠিন ভাই, এখন পর্যন্ত কিছু জানিনা। তারা (বিসিবি) যদি মনে করে (আমি) যোগ্য, আমার সঙ্গে কনভারসেশন করবে। দেখা যাক সিদ্ধান্তটা কী হয়। আর একজন খেলোয়াড় হিসেবে যখন আপনি খেলবেন, তখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের পক্ষ থেকে এখনও কিছু আসেনি।’
অন্যদিকে সাম্প্রতিক সময়ে ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত চিত্র। বিশেষ করে মিডল-অর্ডার ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ার মতোই। অবশ্য এ নিয়ে চিন্তিত নন লিটন। তার মতে, ‘কোনো কোনো সিরিজে কিন্তু টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে ওখানে টপ অর্ডার গ্যাপ হচ্ছে কি না। আবার অনেক সময় দেখবেন যে মিডল অর্ডার খারাপ করতেছে, তখন মনে হবে গ্যাপ হচ্ছে কি না। সেখানে দেখবেন লো অর্ডার ভালো খেলতেছে, একটা-দুইটা সিরিজ এমন হবেই।’