যত বেশি সম্ভব চ্যালেঞ্জে পড়তে চান লিটন
বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে আসন্ন সিরিজগুলোতে নিজেকে ও দলকে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলতে চান বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এজন্য ঘরের মাঠের অনুকূল কন্ডিশনে সহজ জয় নয়, বরং কঠিন পরিস্থিতিতে লড়াই করেই শক্তি-যাচাই করতে চান তিনি।
আগামী সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নভেম্বর মাসে একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ প্রস্তুতি সিরিজ।
রবিবার সংবাদ সম্মেলনে নিজেদের পরিষ্কার ভাবনার কথা জানালেন তিনি। তার মতে, 'বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশি একটা সময় নেই। সম্ভবত এখানে তিনটা আর আয়ারল্যান্ড (সিরিজ) তিনটা, আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেন আমরা সবাই চ্যালেঞ্জ অনুভব করি।'
চ্যালেঞ্জ নেওয়ার পেছনে যুক্তিও দিয়েছেন তিনি। লিটনের ভাষ্যমতে, 'সত্যি কথা বলতে আমি দুটা সিরিজেই চাই যেন আমাদের খেলোয়াড়রা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এই ৬টা ম্যাচ থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো, ব্যাকফুটে থাকবো, ততটাই ভালো। এর মানে যে চ্যালেঞ্জের কথা বলছি, এটা না যে আমরা খেলায় পিছিয়ে থাকবো। আমি চাই যে বোলারা যখন বল করবে, তারা যেন চাপে থাকে। সামনে যেহেতু বিশ্বকাপ, যে জিনিসগুলো সেখানে আমার অনেকটা সাহায্য করবে।'
টি-টোয়েন্টিতে টানা ৪টি দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও বহুজাতিক টুর্নামেন্টে এখনো সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপেও ব্যর্থ টাইগাররা। তাই বিশ্বকাপের আগে ব্যাটিং সহায়ক উইকেটে খেলে নিজেদের প্রস্তুত করতে চান লিটন।
বাংলাদেশ অধিনায়ক বললেন, 'এখন আমরা চেষ্টা করতেছি ভালো উইকেটে খেলার জন্য। আপনি যখনই ভালো উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সফল হওয়ার সুযোগ বেশি থাকবে। আর যতগুলা খেলোয়াড় আছে, বেশিরভাগ খেলোয়াড়ই অনেক বড় বড় ছয় মারতে পারে। তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য ইতিবাচক। একইসঙ্গে ক্রিকেট শুধু ছয়-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে ছয় মারার, মারবে। না হলে সিঙ্গেল ডাবলে যেতে পারি।'