২৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

রেকর্ড ভাঙার দিনে সেঞ্চুরির আক্ষেপ সৌম্যর

সৌম্য সরকার  © সংগৃহীত

সাইফ হাসানের মতই সেঞ্চুরির দেখা পেলেন না সৌম্য সরকারও। বড় শর্ট খেলতে গিয়ে আকিলের বলে টাইমিংয়ের ভুলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সৌম্য। ৮৬ বলে তার ব্যাট থেকে এসেছে ৯১ রান, যা সাজানো ছিল ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কার ঝলমলে ছোঁয়ায়। ১০৫ দশমিক ৮১ স্ট্রাইক রেটে ক্যারিয়ারের চতুর্থ আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থামতে হলো তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৪ রান। উইকেটে হৃদয়ের সঙ্গী শান্ত।

এর আগে, দলীয় ১৭৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে গ্রিভসের হাতে ধরা পড়েন সাইফ। ৭২ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলে ফেরেন সাইফ, যেখানে ছিল ৬টি ছক্কার চোখধাঁধানো প্রদর্শনী। ততক্ষণে অবশ্য ওপেনিং জুটিতে রেকর্ডে নাম তুলে ফেলেন এই জুটি। ভেঙে দেন বিংশ শতাব্দীর উদ্বোধনী জুটির রেকর্ড।

১৯৯৯ সালে জাতীয় স্টেডিয়ামে ১৭০ রানের ‍জুটি গড়েছিলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন। এবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সৌম্য-সাইফ মিলে গড়েন ১৭৬ রানের জুটি। বাংলাদেশের ওপেনিংয়ে মিরপুরে সর্বোচ্চ এটি। অবশ্য, উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এটি। ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি ২৯২, সেটাও আবার ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন ও তামিমের।