সৌম্যর দুর্দান্ত ফিফটিতে উড়ছে বাংলাদেশ
দারুণ ছন্দে ব্যাট চালিয়ে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করলেন সৌম্য সরকার। ৪৮ বল মোকাবিলায় গড়া এই ইনিংসেই ধরা দিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৪ রান।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনায় মিরপুরের গ্যালারি মাতিয়ে তুলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ ছুঁয়ে ২০১৮ সালের জানুয়ারির পর ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশের প্রথম ৫০ রানের পার্টনারশিপ গড়েছেন দুজন। এতে দীর্ঘ ২০ ইনিংস পর এমন সূচনা পায় টাইগাররা।
শেষবার ২০১৮ সালের ১৮ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এনামুল হক ও তামিম ইকবাল গড়েছিলেন ৭১ রানের উদ্বোধনী জুটি।
অবশ্য, নবম ওভারে রিভিউ নিয়ে একবার বেঁচে যান সাইফ, খ্যারি পিয়েরের এলবিডব্লুর আবেদনে আম্পায়ার আঙুল তুলেছিলেন, কিন্তু আল্ট্রা এজে ধরা পড়ে ব্যাটে হালকা ছোঁয়া, ফলে বদলে যায় সিদ্ধান্ত।