২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪১

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে

বাংলাদেশ দল   © সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ম্যাচটা শুরু হবে। প্রথম ম্যাচে ৭৪ রানের বড় ব্যবধানে মেহেদী মিরাজের দল জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ১ রানে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি শিরোপা নির্ধারণী ম্যাচে পরিণত হয়ে দাঁড়িয়েছে।

তবে এই ম্যাচের আগে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের একাদশ। মিরপুরের নিঁখাদ স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের বোলিং বিভাগে পরিবর্তনের তেমন সুযোগ নেই। চার স্পিনার মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে একাদশে থাকতে পারে মুস্তাফিজুর রহমান। 

তবে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। শুরুতে শট খেলতে পারায় তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীকে নেওয়ার সুযোগ আছে। যদিও ওই সম্ভাবনা জোরালো নয়।

ওয়েস্ট ইন্ডিজও বোলিং বিভাগ অপরিবর্তিত রাখতে পারে। ব্যাটিং অর্ডারে তাদের আমির জঙ্গুর নেওয়ার সুযোগ আছে। ওই অপশনে ড্যারেন স্যামির দল হাঁটবে কিনা নিশ্চিত নয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।