আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত টেস্টে তৃতীয় দিনেই আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। এ জয়ে দুটি দীর্ঘ অপেক্ষা ঘুচেছে দলটির। জিম্বাবুয়ে ঘরের মাঠে টেস্ট জিতল ১২ বছর পর, আর ইনিংস ব্যবধানে জিতল ২৪ বছর পর।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১২৭ রানে অলআউট হয়ে যায়। পরে জিম্বাবুয়ে ব্যাটে নেমে ৩৫৯ রান করলে জয়ের চাপে পড়ে যায় আফগানিস্তান। ২৩২ রানে পিছিয়ে থাকা আফগানরা দ্বিতীয় দিন শেষ করে ১ উইকেটে ৩৪ রান নিয়ে। আজ তৃতীয় দিনে বাকি ৯ উইকেট নিয়ে তিন ঘণ্টাও টেকেনি হাশমতউল্লাহ শহীদির দল।
রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির বোলিং তোপে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ১৫৯ রানে। এনগারাভা ৩৭ রানে ৫টি আর মুজারাবানি ৪৮ রানে ৩ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। ১২১ রানের ইনিংস উপহার দেওয়া বেন কারেন ম্যাচসেরা হয়েছেন।
আজকের আগে জিম্বাবুয়ে ঘরের মাঠে সর্বশেষ জিতেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। সেবার হারারে স্পোর্টস ক্লাব মাঠেই পাকিস্তানের বিপক্ষে ব্রেন্ডন টেলরের দল জিতেছিল ২৪ রানে।
এরপর গত এক যুগে দেশের মাটিতে মোট ২১টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। এর মধ্যে জয় তো নেই-ই, সেরা সাফল্য ৩টি ম্যাচ ড্র করতে পারা।
দেশের মাটিতে এক যুগের জয়খরা কাটানোর পাশাপাশি কেটেছে ইনিংস ব্যবধানে না জেতার দুই যুগের খরা। জিম্বাবুয়ে সর্বশেষ ইনিংস ব্যবধানে জিতেছিল ২০০১ সালের এপ্রিলে। সেবার বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব মাঠে নাঈমুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছিল হিথ স্ট্রিকের দল।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১২৭ ও ১৫৯ (জাদরান ৪২, বাহির ৩২; এনগারাভা ৫/৩৭, মুজারাবানি ৩/৪৮)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৫৯ (কারেন ১২১, রাজা ৬৫, ওয়েলচ ৪৯; জিয়াউর ৭/৯৭)।
ফল: জিম্বাবুয়ে ইনিংস ও ৭৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বেন কারেন।