২১ অক্টোবর ২০২৫, ১৮:১২

২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন

রিশাদ হোসেন  © ফাইল ছবি

মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২০০ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে ব্যাট হাতে দুর্দান্ত এক ঝড় দেখিয়েছেন রিশাদ হোসেন। তার ব্যাটে ২১১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। 

রিশাদ ১৪ বলে ৩৯ রানের হার না মানা ইনিংস খেলেছেন। তিনটি করে চার ও ছক্কায় তার ইনিংস সাজান। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। ওই ইনিংসে ডানহাতি লেগ স্পিনার ভেঙেছেন ২০০৬ সালে মাশরাফি মর্তুজার গড়া রেকর্ড। 

রিশাদ এদিন ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে রান করেছেন। ২০০৬ সালে মাশরাফি কেনিয়ার বিপক্ষে বগুড়ায় ১৬ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন। রান করেছিলেন ২৭৫.০০ স্ট্রাইক রেটে। 

মাশরাফির ওই রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিনি ১৬ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন। রিশাদ তাদের দু’জনের রেকর্ড ভেঙেছেন। 

ওয়ানডে ফরম্যাটে চতুর্থ সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটি মুশফিকের রহিমের। তিনি ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ বলে ৩০ রান করেছিলেন। পরের নামটি আবার রিশাদের। লেগ স্পিন এই অলরাউন্ডার ২০২৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে করেছিলেন হার না মানা ৪৮ রান। 

আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে স্ট্রাইক রেটের হিসেবে সেরা তিনটি ইনিংসই নিউজিল্যান্ডের দখলে। ২০১১ সালে জেমস ফ্রাইলিংক কানাডার বিপক্ষে ৮ বলে ২৮৭.৫০ স্ট্রাইক রেটে ৩১ রান করেছিলেন। পরের রেকর্ডটি জেমি নিশামের। তিনি ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে ৩৬১.৫৩ স্ট্রাইক রেটে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন। ব্রেন্ডন ম্যাককালাম ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে ৩৫৫.৫৫ স্ট্রাইক রেটে ৩২ রান করেছিলেন।