২১ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

ওয়ানডেতে স্পিনে বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল  © সৌজন্যে প্রাপ্ত

একটা সময় ছিল, যখন ঘূর্ণি মানেই ছিল উপমহাদেশের অস্ত্র। তবে এবার মিরপুরে নতুন ইতিহাস লিখে ফেলল ওয়েস্ট ইন্ডিজ, সেটাও আবার স্পিন দিয়েই। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারই স্পিনারদের দিয়ে করিয়ে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ড গড়লো ক্যারিবীয়রা।

এতদিন এ রেকর্ড শ্রীলঙ্কার দখলে ছিল, ১৯৯৬ সালে একটি ইনিংসে ৪৪ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল লঙ্কানরা।  কিন্তু আজ হোম অব ক্রিকেটে ধুলোমাখা উইকেট, স্লো টার্ন, আর স্পিন-বিপর্যয়ের সুযোগে সেই রেকর্ড ছাপিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

চেজ, আকিল হোসেন, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, অ্যাথানাজ; পাঁচ স্পিনারের জাদুতে যেন ঘূর্ণির ঝড় একসঙ্গেই নেমে এসেছিল। অবশ্য, ক্যারিবিয়ানদের স্পিন ছকে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ছন্দে থাকা সাইফ হাসানের ব্যাট এবার কথা বলেনি। মাত্র ৬ রান করে ফেরেন সাজঘরে।

প্রথম ম্যাচে ঝলমলে ফিফটি করা তাওহীদ হৃদয় থামেন ১২ রানে। তাকে অনুসরণ করেন নাজমুল শান্তও, দুটি চারের শটে শুরুটা আশাব্যঞ্জক হলেও, ১৫ রানে থামে তার ইনিংস। আগের ম্যাচে অভিষিক্ত অঙ্কন আক্রমণাত্মক মেজাজ দেখাতে চেয়েছিলেন। কিন্তু বড় শট খেলতে গিয়েই থামেন ১৭ রানে।

একই পরিণতি সৌম্য সরকারেরও। চোখে পড়ার মতো ব্যাটিং করলেও, অপ্রয়োজনীয় এক শটে সীমানার কাছেই ধরা পড়েন। ৮৯ বলের মন্থর ইনিংসে করেন ৪৫ রান, মারেন ৩ চার ও ১ ছক্কা। এরপর দ্রুত রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান নাসুম। ৩৯তম ওভারের প্রথম দুই বলেই ৮ রান নেন। তবে তৃতীয় বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে।

দলীয় ১৬৩ রানে ভাঙে সপ্তম উইকেট জুটি। সোহানকে ফেরান গুড়াকেশ মোতি। লেংথ বলটিকে সামনে এগিয়ে সজোরে হাঁকাতে চেয়েছিলেন সোহান, কিন্তু বল ঠিক মতো উঠতেই মোতি নিজেই দারুণ ক্যাচ নেন। সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৩ রান। সপ্তম উইকেট হারানোর পর স্কোরবোর্ডে ১৬৩ রান, হাতে মাত্র ২৪ বল। সবমিলিয়ে গ্যালারিতে আর ডাগআউটে একটাই প্রশ্ন—দুই শ’ পেরোনো যাবে তো?

ঠিক তখনই আসেন রিশাদ হোসেন। এলেন, দেখলেন, আর যেন রণহুঙ্কারে খেললেন এক দুর্ধর্ষ ইনিংস।

১৪ বলে ঝোড়ো ৩৯ রান, যেখানে ছিল ৩ ছক্কা ও ৩ চার। তিনি যখন ইনিংস শেষ করলেন, বাংলাদেশের রান দাঁড়াল ৭ উইকেটে ২১৩, পরিস্থিতি বিবেচনায় যথেষ্ট লড়াকু স্কোরই।