২১ অক্টোবর ২০২৫, ০০:৪৩

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি

শাহীন শাহ আফ্রিদি  © সংগৃহীত

পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে তাকে এই দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই পাকিস্তান ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন শাহীন। সোমবার (২০ অক্টোবর) ইসলামাবাদে পিসিবির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সাদা বলের কোচ মাইক হেসন, হাই-পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ এবং নির্বাচক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সবার সম্মতিতেই শাহীনকে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগেও জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ২৫ বছর বয়সী এই পেসারের। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্বে সাফল্য আছে শাহীনের, বিশেষ করে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

পাকিস্তানের মাটিতে বর্তমানে টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকা। এরপর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি। আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে।