২০ অক্টোবর ২০২৫, ১৭:২৩

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ মুশতাক, চাইলেন টেস্টেও

মুশতাক আহমেদ ও রিশাদ হোসেন   © সংগৃহীত

অনেক আগেই টি-টোয়েন্টি দলে নিজের জায়গা পাকা করেছেন রিশাদ হোসেন। এবার ওয়ানডে ফরম্যাটেও দারুণ ছাপ রাখছেন। বাংলাদেশ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের প্রত্যাশা, রিশাদকে এবার টেস্ট দলেও সুযোগ দেওয়া হোক। আর তা যদি সম্ভব না হয়, তাহলে অন্তত বিসিএলে যেন নিয়মিত খেলার সুযোগ পান তিনি। 

লাল-সবুজের জার্সিতে ১২ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা এই স্পিনারকে নিয়ে মুশতাক বললেন, 'রিশাদকে অবশ্যই টেস্টে দেখতে চাই। এখন দলের সবাই ব্যাট করতে পারে। রিশাদের যে উচ্চতা ও বাউন্স, শেষ ৪ ব্যাটারকে চ্যালেঞ্জে ফেলতে পারবে। টেস্টে ভয়ংকর হাতিয়ার হয়ে উঠতে পারে। এজন্য তাকে ভালো জায়গায় বল করে যেতে হবে।'

অবশ্য, টেস্ট দলে রিশাদের দ্রুত অভিষেক হওয়ার সম্ভাবনা আপাতত কম। তাই স্পিন কোচ মুশতাকের চাওয়া, অন্তত বাংলাদেশ ক্রিকেট লিগের মতো প্রথম শ্রেণির টুর্নামেন্টে যেন নিয়মিত সুযোগ পান এই লেগি। এমনকি নিজেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে বেশ আগ্রহী ও মরিয়া রিশাদ।

মুশতাকের ভাষায়, 'যদি টেস্ট ক্রিকেটে না থাকে, অবশ্যই তাকে যেন ওখানে রাখা হয়। সেও চারদিনের ক্রিকেট খেলতে মুখিয়ে থাকে। আমি কথা বলেছি, জিজ্ঞেস করেছি ওকে।'

রিশাদের দেখানো পথে হেঁটে এখন অনেক লেগ স্পিনারের খোঁজ মিলছে বাংলাদেশে। গত বছর স্পিন কোচ মুশতাক ও পাকিস্তানি কোচ শাহেদ মাহমুদ মিলে এমন কয়েকজন সম্ভাবনাময় লেগ স্পিনারকে নিয়ে কাজও করেন। সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের আহ্বান, লাল বলের ক্রিকেটে তাদেরকেও যেন নিয়মিত সুযোগ দিয়ে ধীরে ধীরে গড়ে তোলা হয়।

মুশতাকের ভাষ্যমতে, 'এখানে ২ দিনের সেশন হয়েছিল, ১০ জন তরুণ লেগ স্পিনার ছিল। ২ জন ছিল অনূর্ধ্ব-১৯ দলের। শাহেদ মাহমুদ আমাকে ভিডিও দেয়, আমিও তখন বলে দেই কীভাবে কী করতে হবে। লেগ স্পিনারদের রিপিটেবল একশন জরুরি। যদি এটা অল্প বয়সেই থাকে বায়োমেকানিক্যালি, তাহলে অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে। এসবে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের ভালো লেগ স্পিনার আছে। ক্যাম্পে ১০ জন ছিল, ২ দিন গিয়েছিলাম, সবাইকে লাল বলের ক্রিকেটে রাখার অনুরোধ রইল। লাল বল ক্রিকেট স্পিনার ও ব্যাটারকে সেরা বানায়। পিচ অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী খেলা শেখায়। সাথে ভালো কোচিং। তাতে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে।'