রিশাদের উন্নতির কৃতিত্ব স্থানীয় কোচদের দিলেন মুশতাক
আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের প্রথম ‘ফাইফার’ প্রাপ্তিতে সাবেক টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাহসী পদক্ষেপ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তবে এই লেগির সাফল্যের পেছনে দেশি কোচদেরও বড় ভূমিকা দেখছেন বর্তমান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
অবশ্য পাকিস্তানি এই কিংবদন্তি স্পিন কোচ দায়িত্ব নেওয়ার পর আরও পরিপক্ব হয়ে উঠেন রিশাদ। শিষ্যের এই অগ্রগতি স্বাভাবিকভাবেই গর্বিত করে তাকে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই কৃতিত্ব শুধু তার বা হাথুরুসিংহের একার নয়।
মুশতাকের ভাষ্যমতে, 'রিশাদ এশিয়া কাপেও অনেক ভালো খেলেছে, আফগানিস্তান সিরিজেও। তাকে নিয়ে আমি খুবই খুশি। কঠোর পরিশ্রম করে। একটা জিনিস বলতে চাই, কৃতিত্ব প্রাপ্য স্থানীয় কোচদেরও। এটা নিয়ে মাতামাতি হয় না। শুধু বলা হয় আন্তর্জাতিক কোচের সাথে কাজ করছে। তবে এর পেছনে অনেক কোচের কৃতিত্ব আছে, আমরা তা দেই না। রিশাদকেও কৃতিত্ব দিতে হবে। সে প্রচুর পরিশ্রম করেছে।'
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আমিরাতে অবস্থানকালে রশিদ খানের সঙ্গে আলাপ হয় রিশাদের। অনেকেই রিশাদকে রশিদ খানের সঙ্গে তুলনা করে থাকেন। তবে শুধু রশিদই নয়, নিজেকে আরও উন্নত করতে আদিল রশিদের মতো অভিজ্ঞ লেগ স্পিনারদের পরামর্শও নেওয়া উচিত বলে মনে করেন মুশতাক।
তিনি বললেন, 'খুব ভালো আলোচনা হয়েছে রশিদের সাথে। রিশাদের বোলিং ইদানীং অনেকটা রশিদের কাছাকাছি, তাই আমি চেয়েছি রশিদের সাথে আলাপ করিয়ে দেই। রিশাদের মতো তরুণদের জন্য রশিদ, আদিল রশিদ ওদের সাথে কথা বলা জরুরি। এখন রিশাদকে সবাই আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করছে। ওদের পরামর্শ তাই তার জন্য জরুরি।'