১৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৫

বাকি ২ ওয়ানডের জন্য স্পিন শক্তি বাড়াল বাংলাদেশ

বাংলাদেশ দল   © সংগৃহীত

স্পিনের ঘূর্ণিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপাকে ফেলেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচের আগে আরও শক্তিশালী হলো টাইগারদের স্পিন আক্রমণ। প্রথম ওয়ানডের পর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মিরপুরের স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখে এবং বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়াতেই তাকে দলে নেওয়া হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এতে জানানো হয়, সিরিজের পরের দুটি ম্যাচে স্কোয়াডে থাকবেন নাসুম। এখন পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে বাংলাদেশের হয়ে ১৬টি উইকেট শিকার করেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার, যিনি সর্বশেষ গত ডিসেম্বরে ওডিআই খেলেছেন।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছেন সিলেটের এই স্পিনার। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, নিয়মিত ম্যাচ উইনারও হয়ে উঠেছেন। তাই ওয়ানডে দলে তার ফেরাটা খুব একটা চমক নয়।

সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ২০৭ রানে অলআউট হলেও টাইগার বোলারদের আগুনঝড়া পারফরম্যান্সে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ‘হোম অব ক্রিকেটে’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ২১ অক্টোবর গড়াবে, আর ২৩ অক্টোবর শেষ হবে তিন ম্যাচের এই সিরিজ। এরপর চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।