১৯ অক্টোবর ২০২৫, ১৩:২৩

আফগানিস্তান সফর বয়কট করায়, জিম্বাবুয়েকে ডেকে নিল পাকিস্তান

জিম্বাবুয়ে দল   © সংগৃহীত

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের পরিবর্তে ওই সিরিজে খেলবে জিম্বাবুয়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নতুন দল খুঁজে পেতে তাদের বেশি সময় লাগেনি। আগামী মাসে আফগানিস্তানের বদলে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে।

আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, পাক্তিকার উর্গুন জেলায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন স্থানীয় ক্রিকেটার ছিলেন, যারা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।

শহীদদের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের ওই টুর্নামেন্টে আফগানরা খেলবে না বলে জানায় আফগান বোর্ড। অধিনায়ক রাশিদ খান বোর্ডের সেই সিদ্ধান্তকে স্বাগত জানান । মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, ফাজালহাক ফারুকিসহ ক্রিকেটারদের অনেকেই কড়া প্রতিক্রিয়া জানান পাকিস্তানকে নিয়ে। উঠতি ক্রিকেটারদের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতীয় বোর্ড এবং আইসিসিও।

পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি আফগানিস্তানের সরে দাঁড়ানো নিয়ে। তারা শুধু বিবৃতিতে জানায়, তাদেরকে জানানো হয়েছে যে আফগানিস্তান খেলতে পারবে না। তবে ত্রিদেশীয় সিরিজ সূচি অনুযায়ীই এগোবে জিম্বাবুয়েকে নিয়ে।

আগামী ১৭ নভেম্বর পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়েই রাওয়ালপিন্ডিতে শুরু হবে টুর্নামেন্ট। আসরের অন্য দল শ্রীলঙ্কা। প্রতি দল পরস্পরের সঙ্গে দুইবার করে খেলে ফাইনাল হবে ২৯ নভেম্বর।