১৬ অক্টোবর ২০২৫, ২০:৩৩

চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

বিশ্বকাপ ট্রফি   © সংগৃহীত

সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের সুবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছিল ওমান ও নেপাল। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ১৮ ও ১৯তম দল হিসেবে জায়গা নিশ্চিত করে এই দুই এশীয় দেশ। বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও এবার ২০তম দলও নিশ্চিত হলো। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ২০তম দল হিসেবে আসন্ন বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল সংযুক্ত আরব আমিরাত।

এর আগে, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০ দলের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আসন্ন আসরেও একই সংখ্যক দল অংশ নেবে। স্বাগতিক হিসেবে সবার আগে বিশ্বকাপের টিকিট পায় ভারত ও শ্রীলঙ্কা। গত আসরে সুপার এইটে খেলা আরও ৭টি দল সরাসরি যোগ্যতা অর্জন করে। ফলে, স্বাগতিক ভারত বাদে বাকি ৭টি সুপার এইট দলও আগামী বিশ্বকাপে খেলবে নিশ্চিতভাবেই।

যেখানে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র রয়েছে। এছাড়া সহ-আয়োজক শ্রীলঙ্কা প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ায় র‌্যাঙ্কিংয়ে ভিত্তিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিশ্বকাপ খেলার সুযোগ মেলে। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল কানাডা।

অন্যদিকে ইউরোপের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় ইতালি। ইতালির সঙ্গে ইউরোপ থেকে নেদারল্যান্ডসও সুযোগ পেয়েছে। এছাড়া আফ্রিকা অঞ্চল থেকে ডেভিড ভিসের নামিবিয়া ও সিকান্দার রাজার জিম্বাবুয়ের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ওমান ও নেপালের বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল। এবার জাপানকে ৮ উইকেট ও ৪৭ বল হাতে রেখে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল সংযুক্ত আরব আমিরাত।

২০২৬ টি-টোয়েন্টি নিশ্চিত হলো যাদের: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, ওমান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত।