১৫ অক্টোবর ২০২৫, ১৬:১৫

৩০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান আউট করার পর লিটন-নুরুলদের উদযাপন  © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৮ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই গড়াবে তিনটি ওয়ানডে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকায় ম্যাচ উপভোগের সুযোগ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে, আজ সকাল ১০টা থেকে প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটভক্তরা। নির্ধারিত ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। এছাড়া ‘GoBCBTicket’ অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকেই টিকিট কেনা যাবে। টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও ঢুকতে পারবেন দর্শকরা।

ক্যাটাগরি–ভিত্তিক টিকিটের মূল্য: 
ক্লাব হাউজ-দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ড): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি-উত্তর (মিডিয়া ব্লক): ১৫০০ টাকা
শহীদ আবু সাইদ স্ট্যান্ড: ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ক্লাব হাউজ-উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি-দক্ষিণ (করপোরেট ব্লক): ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২৫০০ টাকা 
ইন্টারন্যাশনাল লাউঞ্জ-দক্ষিণ (করপোরেট ব্লক): ৩৫০০ টাকা

উল্লেখ্য, আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো বেলা দেড়টা থেকে শুরু হবে।

এই সিরিজ শেষে চট্টগ্রামে পাড়ি জমাবে দল দুটি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬টায় গড়াবে।