১৩ অক্টোবর ২০২৫, ১৪:৪১

বিপিএলে বরিশালের থাকা নিয়ে যা জানা গেল

মিজানুর রহমান ও তামিম ইকবাল   © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে নড়েচড়ে বসেন নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের ১২তম আসর আয়োজন করতে চান তারা। 

ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। বিপিএল আয়োজনে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। অবশ্য, এখনও তাদের কোনো অগ্রগতিই চোখে পড়েনি।

এদিকে বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য 'এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট' আহ্বান করেছিল বিসিবি। যেখানে ১০টি অঞ্চলে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার কথা জানানো হয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণে সক্ষম, এমন পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিতে চায় বিসিবি।

অন্যদিকে গত কয়েকদিন ধরেই গুঞ্জন, এবারের আসরে থাকছে না সবশেষ আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। তবে এবার জানা গেল, বিষয়টি সত্য নয়। দলটির মালিক মিজানুর রহমান দাবি করলেন, সবকিছু মিলে গেলেই বিপিএলে থাকবেন তারা।

মিজানের ভাষ্যমতে, 'দেখুন বিপিএলে অংশ নেব না কোথাও বলিনি এটা। তবে কিছু বিষয় রয়েছে, আমরা একটা অনুরোধ করেছি যে সময়টা একটু পেছানোর জন্য। কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে, আমরা যে কারণে অনুরোধ করেছি একটু পেছানোর জন্য। বুলবুল ভাই দেশে আসলে আলোচনা করব বিস্তারিত।'

এদিকে এবারের বিপিএলে দল নিতে আগ্রহী বেশকিছু ব্যক্তি-প্রতিষ্ঠান। যদিও সবকিছু পযবেক্ষণ শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান।