১২ অক্টোবর ২০২৫, ২১:৩৪

খুলনাকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর

নাসির হোসেন   © সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। দ্বিতীয় আসরের ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারায় রংপুর। গত বছর এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।

রবিবার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনা বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় খুলনা। খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার ইমরানুজ্জামান। 

সপ্তম ওভারে জোড়া উইকেট হারায় খুলনা। রান-আউট হবার আগে ১৫ বলে ১২ রান করেন তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। একই ওভারে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকারও। ২২ বল খেলে ৮ রান করেন তিনি। 

২১ রানে ৩ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ২৩ রান এবং পঞ্চম উইকেটে শেখ পারভেজ জীবনের সঙ্গে ২৫ রান দলকে এনে দেন মিথুন। আফিফ ১৪ ও জীবন ৮ রান করেন।

৬৯ রানের মধ্যে আফিফ-জীবনের বিদায়ের পর খুলনার রান ১শ পার করেন মিথুন ও মৃত্যুঞ্জয় চৌধুরি। দলীয় ১১৩ রানে এই জুটি ভাঙেন পেসার আলাউদ্দিন বাবু। ১৩ বলে দুটি করে চার-ছক্কায় ২৪ রান করেন মৃত্যুঞ্জয়। 

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে আউট হন মিথুন। তার ৩২ বলের ইনিংসে একটি চার ও ৩টি ছক্কা ছিল। শেষদিকে জিয়াউর রহমানের ৯ ও নাহিদুল ইসলামের ১১ রানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় খুলনা। 

রংপুরের আব্দুল্লাহ আল মামুন দুটি উইকেট নেন।

জবাবে দারুণ সূচনা করে রংপুর। উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৬১ রান জমা করেন দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। ৫ চারে ২৪ বলে ২৭ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জাহিদ। অন্যদিকে হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬ রানে থামেন নাসির। তার ৩১ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা ছিল। 

দলীয় ৮৪ রানে নাসির যখন ফেরেন, তখন জয়ের জন্য ৫২ বলে ৫৩ রান দরকার ছিল রংপুরের। তৃতীয় উইকেটে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৫৪ রান তুলে ১৮ বল হাতে রেখে রংপুরের জয় নিশ্চিত করেন আবু হাসিম ও নাইম ইসলাম। ৫ চারে হাসিম ৩২ বলে ৪০ এবং ৩ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন নাইম। 

ফাইনালের সেরা খেলোয়াড় রংপুরের নাসির।