১২ অক্টোবর ২০২৫, ১৫:৫৬

২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে ‘কঠিন’ সমীকরণ

বাংলাদেশ দল   © সংগৃহীত

গত দুই বছরে ওয়ানডে ফরম্যাটে খেলা যেন ভুলেই গিয়েছে বাংলাদেশ। কালেভদ্রে জয়ের দেখা পাচ্ছে টাইগাররা। লিটন-তামিমদের এমন ‘শিশুসুলভ’ পারফরম্যান্স চলতি শতাব্দির শুরুর দিকের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়েও শঙ্কা জেগেছে।  

আইসিসির নিয়ম অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে। এক্ষেত্রে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে। এর ব্যতিক্রম হলেই বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে।

আগামী ওয়ানডে বিশ্বকাপে ১৪টি দল খেলবে। এর মধ্যে ৮ দল সরাসরি বিশ্বমঞ্চে খেলবে। বাকি ৬টি দল বাছাইপর্ব উতরে মূলপর্বে জায়গা করে নেবে। কিন্তু মাত্র ৭৬ রেটিং পয়েন্টে ১০ নম্বরস্থানে থাকায় সরাসরি বৈশ্বিক মহারণে বাংলাদেশের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। 

এদিকে আফগানিস্তানের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। আফগান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। চলতি অক্টোবরেই গড়াবে তিন ম্যাচের এই সিরিজ। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ আয়োজিত হতে পারে। আগামী বছরের সেপ্টেম্বরে ভারতও আসতে পারে। তবে এখানে যদি-কিন্তু’র রাজনৈতিক সমীকরণ আছে।

অন্যদিকে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান বা পাকিস্তানের মতো দলকেও বাজে পারফর্ম করতে হবে। এসব যদি-কিন্তুর হিসেব-নিকাশ মিললেই বাছাইপর্বের শঙ্কা এড়িয়ে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।