১১ অক্টোবর ২০২৫, ১৯:৪২

বিপিএলে দল পাচ্ছে নোয়াখালী!

বিপিএল ট্রফি   © সংগৃহীত

বিভাগ হওয়ার আগেই বিভাগীয় শহরের বাইরে কুমিল্লা ও রংপুর বিপিএল খেলেছে। এর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল; এই ৬ বিভাগের নামেই প্রায় প্রতিবার দল গঠিত হয় ঘরোয়া এই টুর্নামেন্টে। তবে বিভাগ হয়েও কখনো বিপিএলে দল পায়নি ময়মনসিংহ। এবার বিভাগীয় শহরের বাইরে নতুন দল পেতে যাচ্ছে বিপিএল।

শনিবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের নাম উল্লেখ করে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ময়মনসিংহ ও নোয়াখালী অঞ্চলও রয়েছে। এতে ক্রীড়াপ্রেমীরা ধারণা করছেন, বিপিএলে এবার দল পেতে যাচ্ছে নোয়াখালী। 

এদিকে হোম অব ক্রিকেটে গুঞ্জন, নানা জটিলতা বিবেচনায় আগেই দল নির্বাচন করে রেখেছে বিসিবি। এখন কেবলই আনুষ্ঠানিকতা হিসেবে দরপত্র আহ্বান করছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ আসরের (১২তম থেকে ১৬তম মৌসুম) জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানার অধিকার পাবে। সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের নামও ঘোষণা করেছে বোর্ড—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, স্বচ্ছ ও যোগ্যতা নির্ভর প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের বিপিএলের (১২তম আসর) জন্য অন্তত পাঁচটি যোগ্য আগ্রহপত্র যাচাই করে দেখা হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, সুনাম ও লিগের দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য বিবেচনায় চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করা হবে।