০৮ অক্টোবর ২০২৫, ১৭:৪০

ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

বাংলাদেশ দল  © সংগৃহীত

এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে টাইগাররাই বাজিমাত করে। আফগানদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টি-টোয়েন্টিতে টানা ৪ সিরিজ জয়ের স্বাদ পায় তামিম-ইমনরা।

এবার জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। টস ভাগ্যও সহায় হয়েছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় ওয়ানডে সিরিজেও ডাক পেয়েছিলেন সাইফ হাসান। আজ এই সংস্করণে অভিষিক্তও হলেন টপ-অর্ডার এই ব্যাটার।

অন্যদিকে ভিসা জটিলতায় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি ওপেনার নাঈম শেখ। তাই ব্যাক-আপ ওপেনার হিসেবে এখনও দলের সঙ্গে রয়েছেন পারভেজ হোসেন ইমন। তবে একাদশে সুযোগ পাননি তিনি। তামিমের সঙ্গে সাইফ বা শান্তকে ওপেনিংয়ে দেখা যাবে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।