০৭ অক্টোবর ২০২৫, ২০:৩৫

চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আয়ারল্যান্ডের

ম্যাচের দৃশ্য  © সংগৃহীত

আগামী নভেম্বরে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, যেখানে টেস্ট স্কোয়াডে পাঁচ নতুন মুখ ডাক পেয়েছেন। আর অধিনায়কের দায়িত্বে আছেন আন্দ্রে বালবির্নি।

এদিকে এই সিরিজেই নতুন মাইলফলক ছোঁয়ার দোরগোড়ায় মুশফিকুর রহিম, সব কিছু ঠিক থাকলে তিনিই হবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি লাল-সবুজের জার্সিতে শততম টেস্ট ম্যাচ খেলবেন।

অন্যদিকে ইনজুরি কাটিয়ে টেস্টে ফেরা না হলেও, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে সফরকারীদের টি-টোয়েন্টি স্কোয়াডে মার্ক এডায়ারকে দেখা যেতে পারে।

আগামী ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে এই সফর শুরু করবে আইরিশরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৯ নভেম্বর মিরপুরে গড়াবে।

অবশ্য, দ্বিতীয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল আয়ারল্যান্ড। কিন্তু আলোচনার মাধ্যমে দুই ম্যাচ টেস্ট সিরিজই বহাল রেখেছে দু’দেশের ক্রিকেট বোর্ড। টেস্ট শেষে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেট্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।

আয়ারল্যান্ডের টেস্ট দল: আন্দ্রে বালবির্নি (অধিনায়ক), কার্টুস ক্যাম্পার, কেডে কারমাইকেল, স্টিফেন দোহানি, গাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রাইস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, লিয়াম ম্যাককার্টি, পল র্স্টালিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল: পল র্স্টালিং (অধিনায়ক), মার্ক এডায়ার, রস এডায়ার, বেন কার্টিজ, কার্টুস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রাইস, জস লিটিল, বেরি ম্যাককার্টি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।