বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল
নানা বিতর্ক আর জটিলতার পর শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এই নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার ছিলেন। সেখানে মাত্র ৪৩ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। এর মধ্যে ৩৪ জন ই-ভোট আর ৯ জন স্বশরীরে এসে ভোট দিয়েছেন। সবমিলিয়ে ৩৩ জন ভোট দেননি।
এদিকে রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ৭টি ভোট পড়েছে। এর মধ্যে ৬ জন ই-ভোট এবং একজন স্বশরীরে ভোট দিয়েছেন। অন্যদিকে ঢাকা বিভাগে ১৭টি ভোটের বিপরীতে ১৫ জন ভোট দিয়েছেন। সমান ভোট পেয়ে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম এই বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: নিষিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো ছাত্রলীগের কমিটি: প্রমাণ পেলে বহিষ্কার করবে বিশ্ববিদ্যালয়
রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে ই-ব্যালটে তিনটি এবং স্বশরীরে দুইজন ভোট দিয়েছেন। বিভাগীয় বাকি সাব-ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন প্রার্থীরা।
অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জনের ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৫ জন ই-ভোট এবং ৩৭ জন স্বশরীরে ভোট দিয়েছেন। এছাড়া এনএসসি কোটায় এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নির্বাচিত হয়েছেন।
এর আগে সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত মোট ২৫ পরিচালকের ভোটাভুটিতে সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।