উত্তাপ থাকলেও ক্লাব ক্যাটাগরিতে ভোট পড়ছে ধীর গতিতে
সব বিতর্ক ও নাটকীয়তা পেছনে ফেলে অবশেষে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে কাউন্সিলরদের ভোটগ্রহণ শুরু হয়, যা নির্ধারণ করবে আগামী চার বছরে দেশের ক্রিকেটের নেতৃত্ব কারা গ্রহণ করবেন।
তবে এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরিতে ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে, যা ভোটগ্রহণ প্রক্রিয়ার অন্যতম ব্যতিক্রম হিসেবে নজরে আসছে।
বিসিবির পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ১২ জনই নির্বাচিত হবেন ক্লাব ক্যাটাগরি থেকে। এবারের নির্বাচনে ৭৬ জন ক্লাব কাউন্সিলর তাদের ভোটে ১৫ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জনকে বেছে নেবেন। যদিও নানা কারণে এই ক্যাটাগরি ঘিরে নির্বাচনটি বেশ উত্তাপ ছড়ায়, তবে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল আশানুরূপ নয়।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন ১৫টি ক্লাবের ভোটাধিকার পুনর্বহাল করার বিষয়ে আদালতের রবিবারের (৫ অক্টোবর) রায়ের ফলে নির্বাচনের গতিপথে কিছুটা পরিবর্তন এসেছে। এই রায়ের ফলে আগের পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য এবং বাতিল হওয়া প্রার্থী ইফতেখার রহমান মিঠু আবারও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
এর আগে, ওই ১৫টি ক্লাবের ভোটাধিকার স্থগিত করায় সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৫ জন কাউন্সিলর সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১ অক্টোবর নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এদিকে, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ইতোমধ্যে ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ এই ক্যাটাগরি থেকে আরও চারজন পরিচালক নির্বাচিত হবেন।
এছাড়া, ক্যাটাগরি-২ (ঢাকা মহানগরের ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত করবে। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং রাতেই ফলাফল ঘোষণার কথা রয়েছে।