০৫ অক্টোবর ২০২৫, ১৩:৫১

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে বাধা নেই সেই ১৫ ক্লাবের

বাংলাদেশ ক্রিকেট লোগো  © সংগৃহীত ছবি

নানান নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে পারবেন বিতর্কিত সেই ১৫ ক্লাবের কাউন্সিলররা। এর আগে, এই ১৫ ক্লাবের কাউন্সিলরদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিষয়টি কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। তবে আজ তা খারিজ করে দেন উচ্চ আদালত। এতে বিসিবি নির্বাচনে সেসব ক্লাবের অংশগ্রহণে বাধা থাকলো না।

ক্লাবগুলো হলো- এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।