০৪ অক্টোবর ২০২৫, ২২:১১

আসছে আয়ারল্যান্ড, মিরপুরেই মুশফিকের মাইলফলক ‘সেঞ্চুরি’

মুশফিকুর রহিম   © সংগৃহীত

সময়ের ছাঁচে গড়ে ওঠা এক অনন্য ক্রিকেটযোদ্ধা মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ এবার ইতিহাসের দ্বারপ্রান্তে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব ছোঁয়ার অপেক্ষায় মুশি। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন।

শুরুটা হবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অবশ্য, আগামী ১৯ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে, সেই কাঙ্ক্ষিত মাইলফলক। সেদিন এক যুগান্তকারী ইতিহাসের সাক্ষী হবে ‘হোম অব ক্রিকেট’। রঙিন পোশাককে ইতোমধ্যে বিদায় জানিয়েছেন মুশি। এখন পুরো মনোযোগ শুধুই লাল বলের ক্রিকেটে। 

অবশ্য, দ্বিতীয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল আয়ারল্যান্ড। কিন্তু আলোচনার মাধ্যমে দুই ম্যাচ টেস্ট সিরিজই বহাল রেখেছে দু’দেশের ক্রিকেট বোর্ড। টেস্ট শেষে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেট্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।

২০০৫ সালের মে’তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক মুশির। ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের পর লর্ডসের ভেন্যুতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে ১৮ বছর বয়সে অভিষেক মুশফিকের। এবার ২০ বছর পর শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

প্রায় দুই দশকের পথচলায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশি। লাল-সবুজের হয়ে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ইতোমধ্যে ৯৮ টেস্টে ৩৮ দশমিক ১২ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন। দেশের সর্বোচ্চ ব্যক্তিগত অপরাজিত ২১৯ রানও তার ব্যাটেই।

দীর্ঘ পথচলায় অসংখ্য সাফল্য আর সংকটের সাক্ষী উইকেটকিপার এই ব্যাটার। এবার সেই যাত্রাপথের মাইলফলকে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। মুশফিকুর রহিম—বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম শত টেস্ট খেলা নাম, যে নামের পাশে লেখা থাকবে লড়াই, দৃঢ়তা আর অমোচনীয় অবদান।