আজ আবার মাঠে নামছে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এর আগে গতকাল প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রথম ম্যাচে শারজাহতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তাদের ঝোড়ো ইনিংসে কোনো উইকেট না হারিয়েই দলীয় সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। এই দুই ওপেনারও ফিফটি ছুঁয়ে ফেলেন।
তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তারা। এরপর বিনা উইকেটে ১০৯ থেকে আচমকা সেই স্কোর ১১৮/৬ পরিণত হয়। সহজ জয়ের হাতছানি থেকে একপর্যায়ে হারের শঙ্কা দেখা দেয়। দুবার সহজ জীবন পাওয়া পারভেজ ৩৭ বলে ৫৪ রান এবং ৩৭ বল খেলে করেন ৫১ ইনিংস খেলে ফেরেন তানজিদ। বাকিদের মধ্য কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এর মধ্যে সাইফ, শামীম ও তানজিম সাকিব ডাক মেরে ফেরেন। আর জাকেরের ব্যাট থেকে আসে ৬ রান।
তবে শেষদিকে নুরুল হাসান ও রিশাদের মারকাটারি ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। নুরুল ২ ছক্কা ও ১ চারে ১৩ বলে ২৩ এবং রিশাদ ৩ বাউন্ডারিতে ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।