টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
ব্যাট ও বল হাতে জেজে স্মিটের দুর্দান্ত পারফরম্যান্সে তানজানিয়াকে বাছাইপর্বে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আফ্রিকান বাছাইপর্বে ২৯ বছর বয়সী স্মিট অপরাজিত ৬১ রান করার পর বল হাতে ১৬ রানে ৩ উইকেট নেন।
টসে জিতে তানজানিয়া নামিবিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু মাত্র ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। এরপর স্মিটের ব্যাটিং দৃঢ়দায় ২০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু স্কোর গড়ে তুলে তারা। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রান তুলতে সক্ষম হয়।
স্মিটের সাথে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ৫৫ রান নামিবিয়ার বড় স্কোরের পথে সহায়তা করেছে। পঞ্চম উইকেট এই জুটি ৮৮ রান যোগ করে।
৪৩ বলের ইনিংসে স্মিট ৪টি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি মেরেছেন। অন্যদিকে আগের তিন বিশ্বকাপে নামিবিয়াকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ এরাসমাস ৬টি বাউন্ডারির হাঁকিয়েছেন।
ওপেনার অভিক পাটওয়া ছাড়া তানজানিয়ার আর কোনো ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি। ৩১ বলে ৩১ রান করা অভিকের ইনিংসে ছিল একটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ১৬তম দল হিসেবে বাছাইপর্বের বাধা পেরুলো নামিবিয়া।