০২ অক্টোবর ২০২৫, ০৮:১৪

বাংলাদেশ কী পারবে আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে

জাকের আলী ও রশিদ খান  © সংগৃহীত ছবি

এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। পাকিস্তানের সাথে জিতলেই ভারতের বিপক্ষে ফাইনাল খেলতো বাংলাদেশ। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরে সুপার ফোর থেকে বাদ পড়ে বাংলাদেশ। এশিয়া কাপ শেষ করে বাংলাদেশ দল দেশে ফেরেনি। দুবাইয়ে আফগানিস্তাবের বিপক্ষে খেলবে তারা। আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এশিয়া কাপে ব্যর্থতার হতাশা ভুলে আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী।

এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। তাই আফগানিস্তান সিরিজে ব্যাটিং ইউনিটকে শক্ত করার দিকেই জোর দিচ্ছেন জাকের, ‘চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। এশিয়া কাপে আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি। এবার আমাদের পরিকল্পনা ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতি করা। যেহেতু আগের টুর্নামেন্টে ব্যাটিং নিয়ে ভুগেছি, তাই এ দিকেই বেশি মনোযোগ থাকবে।’

এশিয়া কাপে বাংলাদেশের যা একটু প্রাপ্তি তা সাইফের ব্যাটিং। জাকের তার প্রশংসা করে বলেন, ‘সাইফ খুব ভালো করছে। চাইব, এই সিরিজেও সে বড় রান করুক। তার সঙ্গে অন্য ব্যাটাররাও ভালো করলে আমাদের জন্য সিরিজটি দারুণ হবে।’

লিটনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। তবে ভিসা জটিলতায় এখনও সংযুক্ত আরব আমিরাতে যোগ দিতে পারেননি। জাকের আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে। তিনি বলেন, ‘ভিসা ইস্যু আছে, তবে বিসিবি দেখভাল করছে। আশা করছি দ্রুত সমাধান হবে এবং সৌম্য আমাদের সঙ্গে যোগ দেবেন।’

অন্যদিকে আফগানিস্তান এই সিরিজকে দেখছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে। অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা সবসময় জয়ের জন্য খেলি। এশিয়া কাপে হেরেছি, তবে ভুল থেকে শিখেছি। এই সিরিজ বিশ্বকাপের জন্য বড় সুযোগ। প্রতিটি ম্যাচই কম্পিটিটিভ, তাই এখানে মজা করতে আসিনি।’

রশিদ আরও যোগ করেন, ‘অন দ্যা ফিল্ড পারফরম্যান্স নির্ভর করে অফ দ্যা ফিল্ড মেইনটেনেন্সের ওপর। টানা ম্যাচ খেলায় রিকভারি আর ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই বিশ্বকাপের আগে ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে।’