০১ অক্টোবর ২০২৫, ১৭:৩০

এবার দেশের বাইরে যাচ্ছেন তামিম ইকবাল

তামিম ইকবাল   © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তামিম ইকবাল। তবে, বহুল প্রত্যাশিত এই নির্বাচন থেকে শেষমুহূর্তে এসে সরে দাঁড়ান চট্টগ্রামের এই ক্রিকেটার। তামিমসহ আরও ১৬ জন হেভিওয়েটপ্রার্থীও শেষদিনে এসে নিজেদের ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরিয়ে নেন। 

নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহারের পর এবার দেশও ত্যাগ করছেন সাবেক এই অধিনায়ক। জানিয়েছেন, আজই (১ অক্টোবর) বিকেলের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছেন তিনি। গণমাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তামিম ইকবাল জানিয়েছেন, আমি বিকেলের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। অনুরোধ থাকবে, ক্রিকেটকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো আপনারা করেন। এই ইলেকশনটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এসবই আপনারা জানেন। এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আমি যা বলেছি সেটা ঠিক।

এর আগে, আসন্ন বিসিবি নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই নির্বাচন প্রক্রিয়াকে দেশের ক্রিকেটের জন্য ‘কালো দাগ’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তামিম।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি এবং কারণটা খুবই পরিষ্কার। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’

হতাশা প্রকাশ করে তামিম বলেন, ‘আমি শুধু এটাই বলবো, যারা বোর্ডে আছেন তারা যদি এভাবেই নির্বাচন করতে চান তাহলে করতেই পারেন। জিততেই পারেন। কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে।’