চমক রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের
স্ট্রাইক রেট ইস্যুতে পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। এবার অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ সদস্যের এই স্কোয়াডে একাধিক নতুন মুখও রয়েছে। তবে, জায়গা মেলেনি নাসিম শাহর।
পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে যথারীতি শান মাসুদ। অভিষেকের অপেক্ষায় থাকা আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির ডাক পেয়েছেন। অবশ্য, এই স্কোয়াডই চূড়ান্ত নয়। প্রথম টেস্টের আগে দল আরেকটু ছোট করা হবে।
বাবর-রিজওয়ানদের সঙ্গে আরেক অভিজ্ঞ পেসার শাহীন আফ্রিদিও রয়েছেন। নোমান আলি, সাজিদ খান, আবরার আহমেদ ও কামরান গুলামকে স্পিন বিভাগে রাখা হয়েছে।
আগামী ১২ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের আতিথ্য দেবে পাকিস্তান। এরপর ২০ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এরপর সীমিত ওভারের সিরিজ খেলবে দল দুটি। আগামী ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এখনও এসব সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি পিসিবি।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলী আগা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর সূচি:
১২-১৬ অক্টোবর–প্রথম টেস্ট, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২০-২৪ অক্টোবর–দ্বিতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি
২৮ অক্টোবর–প্রথম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৩১ অক্টোবর–দ্বিতীয় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ নভেম্বর–তৃতীয় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৪ নভেম্বর – প্রথম ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৬ নভেম্বর – দ্বিতীয় ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৮ নভেম্বর–তৃতীয় ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ