৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৪

আগুনে ঘি ঢাললেন সূর্যকুমার, জানালেন ফাইনালের পর ঠিক কী হয়েছিল

ভারতের শিরোপা উল্লাস   © সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা নামলেও বিতর্ক যেন পিছু-হটছেই না। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালের পর ট্রফি নিয়ে আচমকাই চলে যান পিসিবি প্রধান। এ নিয়েই আলোচনা-সমালোচনার সূত্রপাত। এবার সেই বিতর্কে নতুন মাত্রা দিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তার দাবি, এসিসি কর্মকর্তারাই ট্রফি নিয়ে পালিয়েছে!

রবিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯ দশমিক ৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সুর্যকুমার যাদবের দল। মহাদেশীয় এ টুর্নামেন্টে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করে ভারত। টি-টোয়েন্টি সংস্করণের আসরে তাদের দ্বিতীয় ও সব মিলিয়ে নবম শিরোপা এটি। 

তবে, ফাইনাল শেষেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে উত্তাপ ছড়ায়। পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেটাররা। ফলে, ফাইনালের মেডেল বা ট্রফি গ্রহণ না করেই মাঠ ছাড়ে ভারত। একপর্যায়ে ভারতকে ট্রফি না দিয়েই মাঠ ছাড়েন নাকভিও। গুঞ্জন উঠেছিল, বিসিসিআই বা ভারত সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেয় দল।

তবে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। তার দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণই মাঠের এবং খেলোয়াড়দের ছিল।

তার ভাষ্যমতে, ‘পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি।’

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা মাঠেই দাঁড়িয়ে ছিলাম, ড্রেসিংরুমে যাইনি। সেখানে দেখছিলাম, তারা (এসিসি কর্মকর্তারা) মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এক পর্যায়ে গ্যালারি থেকে দুয়ো শোনা যায়। এরপরই আমি দেখি, একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল। সত্যি বলতে, ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে।’

এদিকে এ নিয়ে এসিসি বা মহসিন নাকভির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে গণমাধ্যমের খবর বলছে, এশিয়া কাপের ট্রফি ভারতকে দিতে রাজি নাকভি। তবে একটি শর্তও রেখেছেন তিনি। এক প্রতিবেদনে ‘ক্রিকবাজ’ জানিয়েছে, আয়োজকদের নাকভি জানিয়েছেন, ভারতীয় দল তাদের ট্রফি ও পদক পেতে পারে। তবে সেই পদক এবং ট্রফি দুটিই নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান নাকভি। এজন্য একটি আয়োজনের পরিকল্পনাও করতে বলেছেন। তবে কবে, কখন, কোথায় এই অনুষ্ঠান হবে, সেই প্রসঙ্গে এখনো কিছুই জানা যায়নি।