২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:১০
ক্রীড়া উপদেষ্টা ও ক্রিকেটার সাকিবের রহস্যজনক স্ট্যাটাস
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রবিবার ফেসবুকে একটি একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট. এন্ড অব দ্য ডিসকাশন।
তার এ স্ট্যাটাস বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরেই দেওয়া হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন।
এরই মধ্যে আসিফ মাহমুদের স্ট্যাটাসের পর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও একটি স্ট্যাটাস দিয়েছেন।
এতে তিনি লেখেন, যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে, তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।