২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

নির্বাচকের চাকরি ছাড়লেন রাজ্জাক, করবেন বিসিবি নির্বাচন

বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন আব্দুর রাজ্জাক  © টিডিসি স্পোর্টস

প্রায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রাজ্জাক। তবে, আজ (২৭ সেপ্টেম্বর) নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। অবশ্য ক্রিকেটের সঙ্গেই থাকবেন রাজ্জাক; মূলত সংগঠক হিসেবে কাজ করার পথেই এগোচ্ছেন তিনি।

বিসিবির এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট উপলক্ষে গেল কয়েকদিন সিলেটেই ছিলেন রাজ্জাক। আজ ঢাকায় ফিরে বিসিবি কার্যালয়ে গিয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার পরই নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। রাজ্জাক এখন আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি এবং পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

এর আগে, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরশিপ পেয়েছিলেন রাজ্জাক।