২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬

রাজনৈতিক মন্তব্যে সূর্যকুমারকে জরিমানা, রউফ-ফারহানকেও শাস্তি আইসিসির

ফারহান,সূর্যকুমার, হারিস  © সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্কিত আচরণের জেরে শাস্তির মুখে পড়েছেন দুই দলের তিন ক্রিকেটার। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্যের দায়ে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে ভবিষ্যতে এমন বক্তব্য না দিতে তাকে সতর্ক করেছে সংস্থাটি।

১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক অভিযানের (অপারেশন সিঁদুর) কথা উল্লেখ করে দলের জয়টি ভারতীয় সামরিক বাহিনীকে উৎসর্গ করেন সূর্যকুমার। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এই বক্তব্যকে রাজনৈতিক হিসেবে আখ্যা দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে। শুনানি শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমারের আচরণকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেন।

এদিকে, পাকিস্তানের পেসার হারিস রউফও বিতর্কিত এক আচরণের কারণে শাস্তি পেয়েছেন। ভারতীয় দর্শকদের উদ্দেশে তিনি বিমান ভূপাতিত করার ইঙ্গিত করে হাত নেড়েছিলেন। আইসিসি এটিকে উসকানিমূলক আচরণ হিসেবে চিহ্নিত করে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে।

অন্যদিকে, পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ফিফটি উদযাপনকালে এ কে-৪৭ বন্দুক চালানোর ভঙ্গি করেন। যদিও এই ঘটনায় তাকে জরিমানা করা হয়নি, তবে সতর্ক করে ছেড়ে দিয়েছে আইসিসি।