অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ
ইনিংসের সপ্তম ওভারে এসে অবশেষে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। রিশাদ হোসেনের বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন শুভমান গিল। বাউন্ডারি লাইনে নিখুঁতভাবে ক্যাচটি তালুবন্দি করেন তানজিম হাসান সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮১ রান ভারতের। ক্রিজে থাকা অভিষেক শর্মা ২২ বলে ৪৯ রানে আছেন, তার সঙ্গে ক্রিজে আছেন শিভম দুবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলছেন না। তার অনুপস্থিতিতে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।
একাদশেও বেশ কিছু পরিবর্তন এসেছে। লিটনের জায়গায় ওপেনার পারভেজ ইমন সুযোগ পেয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব, যিনি খেলছেন তাসকিন আহমেদের বদলে। স্পিনার শেখ মাহেদী হাসানকে বসিয়ে আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নেয়া হয়েছে। এছাড়া শরিফুল ইসলামের পরিবর্তে লেগস্পিনার রিশাদ হোসেন একাদশে জায়গা পেয়েছেন।
অন্যদিকে, ভারত কোনো পরিবর্তন না এনে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।