২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৫

ভারতকে হারালে কি ফাইনালে উঠবে বাংলাদেশ, কী বলছে সমীকরণ?

ভারত-বাংলাদেশ ম্যাচ   © সংগৃহীত

জমে উঠেছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। বাংলাদেশের পর পাকিস্তানের বিপক্ষেও হেরে আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। ফলে, শিরোপা নির্ধারণী ফাইনালের দৌড়ে কার্যত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানই টিকে আছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতকে হারাতে পারলেই ফাইনালে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। তবে ফাইনাল নিশ্চিত বলা যাবে না, এখানেও আছে জটিল সমীকরণ।

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে প্রথম জয় পেয়েছে দ্য গ্রিন ম্যানরা, এতে পয়েন্ট টেবিলের চিত্রও পাল্টে গেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পয়েন্ট সমান ২ হলেও নেট রানরেটে বেশ এগিয়ে ভারত। নেট রানরেটে বাংলাদেশকে টপকে গেছে পাকিস্তানও। তাদের নেট রানরেট এখন +০.২২৬, যেখানে তিনে নেমে যাওয়া বাংলাদেশের রানরেট +০.১২১। অবশ্য, ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় পেলে কোনো জটিল সমীকরণ কষতে হবে না টাইগারদের। চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতকে হারাতে পারলেও বাংলাদেশের পয়েন্ট হবে ৪। তবুও সুপার ফোরের শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের। কেননা, বাংলাদেশের সঙ্গে হারের পর ভারত যদি শ্রীলঙ্কাকে হারায় তাহলে তাদের পয়েন্টও হবে ৪।

এদিকে বাংলাদেশ আজ জয় পাওয়ার পর শেষ ম্যাচে পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, তখন তাদের পয়েন্টও হবে ৪। সেক্ষেত্রে ফাইনাল খেলবে নেট রানরেটে এগিয়ে থাকা দুটি দল।

অন্যদিকে ভারতের বিপক্ষে আজ হারলেও সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে, নিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে। অলিখিত সেই সেমিফাইনাল যারা জিতবে, তারাই ফাইনালে পা রাখবে। সবমিলিয়ে এখনো আসরে টিকে আছে শ্রীলঙ্কাও।