২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪

একাদশে একাধিক পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত

ভারত-বাংলাদেশ  © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে এক ম্যাচে জয় নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে আজ দুই দল মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ ও ভারত উভয়েই একটি করে ম্যাচ জিতেছে। যদিও পয়েন্টের হিসাবে দুই দল একই অবস্থানে, বাস্তবতায় ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি আলাদা।

এশিয়া কাপের এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। তারা টানা জয় দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে এবং যদি তারা এবার চ্যাম্পিয়ন না হয়, তাহলে সেটা বড় অঘটন হিসেবে বিবেচিত হবে। অপরদিকে, বাংলাদেশও বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপে এসেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দারুণ শুরু করলেও, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা যে কত কঠিন, সেটা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ফাইনালে পৌঁছাতে হলে বাংলাদেশকে ভারত এবং পাকিস্তানকে হারাতে হবে, এবং আজ ভারত ম্যাচটি বাংলাদেশের জন্য এক বড় পরীক্ষা হতে পারে। ভারত এই ম্যাচটি জিতলে তাদের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে ভারত যে সহজে এই ম্যাচটি জিততে পারবে, এমনটা মনে করছে না। এই কারণে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। পাকিস্তানকে ৬ উইকেটে হারানো ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে, যাতে ফাইনালের আগে বেঞ্চের সবাইকেই প্রস্তুত করা যায়।

সম্ভাব্য একাদশের পরিবর্তন:

উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের পরিবর্তে আজ একাদশে সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। স্যামসন আগে চারটি ম্যাচে খেললেও, ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র দুটি ম্যাচে—ওমান ও পাকিস্তানের বিপক্ষে। ওমানের বিপক্ষে তিনি দুর্দান্ত ফিফটি করেছিলেন, কিন্তু পাকিস্তানের বিপক্ষে খুব দ্রুত আউট হয়ে যান। অন্যদিকে, যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। পাকিস্তানের বিপক্ষে বুমরা ছন্দে ছিলেন না—৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। তাই বুমরার বদলে আজ অর্শদীপ সিংকে একাদশে দেখা যেতে পারে। অর্শদীপ পেস বোলিংয়ে নতুন বলে সুইং আনতে সক্ষম এবং ডেথ ওভারে রান আটকে ও গুরুত্বপূর্ণ উইকেট নিতে পারে। আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রিঙ্কু সিং, যিনি পুরো টুর্নামেন্টে এখনও কোনো ম্যাচ খেলেননি, তাকে একাদশে সুযোগ দেওয়া হতে পারে। এই বাঁহাতি ব্যাটসম্যানকে মিডল অর্ডারে বিকল্প হিসেবে রাখা হয়েছিল। তার বদলে অক্ষর প্যাটেল বাদ পড়তে পারেন, যিনি পাকিস্তানের বিপক্ষে মাত্র ১ ওভার বল করে ৮ রান দিয়ে কোনো উইকেট পাননি এবং পুরো টুর্নামেন্টে ৪ ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন।

ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।